
বিশেষ প্রতিনিধি :
শেরপুর সদর উপজেলার ছনকান্দা এলাকায় মৃগী নদীতে গোসল করতে নেমে আব্দুল জলিল নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) দুপুর একটার দিকে মৃগী নদীর ইলিশা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে মৃগী নদীর ইলিশা গ্রামে তিন বন্ধু মিলে গোসল করতে নামে। এসময় পানির স্রোতে দুইজন ডুবে যেতে চাইলে আব্দুল জলিল একে একে দুইজনকে উদ্ধার করে। তবে নিজেই স্রোতের টানে ভেসে নিখোঁজ হয় এসময়। পরে খবর পেয়ে শেরপুর ও জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালালেও সন্ধ্যা পর্যন্ত জলিলের খোঁজ মেলেনি।