
বিশেষ প্রতিনিধি:
শেরপুর প্রেসক্লাবের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার রাতে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা ও সাহিত্য আড্ডায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক লেখক ও আলোচক শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা।
কার্যকরী সভাপতি রফিক মজিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আমেরিকার আইওয়া স্টেট ইউনিভার্সিটি অধ্যাপক শফিউল আজম, শেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর আব্দুল আলিম তালুকদার, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মুগনিউর রহমান মনি, বিশিষ্ট লেখক জ্যোতি পোদ্দার ও সমাজসেবক আবুল কালাম আজাদ।
সাহিত্য আড্ডায় অন্যানের মধ্যে কবিতা পাঠ করেন গাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ছড়াকার নুরুল ইসলাম নাযীফ, প্রভাষক ও কবি আজাদ সরকার, কবি শাহিনুর শিমুল, কবি খালিদুর রহমান, কবি সালমা শৈলী, কবি হানজালা, সাংবাদিক মেহেদী হাসান শামীমসহ বিভিন্ন স্তরের কবি সাহিত্যিক, লেখক, সুধীজন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।