
শেরপুরের সময় ডেস্ক:
শেরপুরে কোর্ট পুলিশের মালখানা ও জিআর শাখা পরিদর্শন করেছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) মো. সুলতান মাহমুদ। গত ৩০ জুলাই বুধবার বিকেলে কোর্ট মালখানায় আলামত সংরক্ষণ, আলামত নিষ্পত্তি ও ব্যবস্থাপনা পরিদর্শন করেন তিনি।
সিজেএম কোর্ট পুলিশের কার্যালয়ে পৌঁছার পর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাহ শিবলী সাদিক তাকে ফুল দিয়ে বরণ করেন। ওইসময় পুলিশের একটি চৌকস দল সিজেএমকে গার্ড অব অনার প্রদান করেন।
ওইসময় মালখানার বিভিন্ন কক্ষ ও জিআর শাখার বিভিন্ন ডেস্কের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। বিভিন্ন মামলায় জব্দকৃত বিপুল পরিমাণ আলামতের মধ্যে নিষ্পত্তিযোগ্য আলামতের তালিকা প্রস্তুতের নির্দেশনা প্রদান করা হয়। জব্দকৃত অস্ত্র ও দেশি বিদেশি মুদ্রা সংরক্ষণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার নির্দেশনা প্রদান করা হয়। বিভিন্ন আলামত আরও সুবিন্যস্তভাবে রক্ষণাবেক্ষণের জন্য মালখানায় পর্যাপ্ত আলমারি ও তাক সরবরাহের উদ্যোগ নেওয়া হয়। পরিদর্শনকালে জিআর শাখায় আলোর স্বল্পতা লক্ষ্য করা যায় এবং অবিলম্বে আরও বিজলি বাতি সেট করতে নাজিরকে নির্দেশ দেওয়া হয়।
জিআর শাখায় নির্বিঘ্নে সেবা প্রাপ্তি, বিজ্ঞ আইনজীবী, ক্লার্কসহ সকলের সাথে উত্তম আচরণ ও সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করার জন্য কোর্ট পুলিশে কর্মরত সকলকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়। পরিশেষে পরিদর্শন বহিতে মন্তব্য ও স্বাক্ষর করা হয়।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুলফিকার হুসাইন রনি, মালখানার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট নূর-ই-জাহিদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ মিলন, মো. হাসান ভূইয়া, শুভাপর্ণা চন্দ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার, কোর্ট ইন্সপেক্টর মো. জিয়াউল হক, সিএসআই, জি আরওসহ অন্যান্য অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।