
নিজস্ব প্রতিবেদক:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পশ্চিম চাঁদগাও এলাকায় অভিযান চালিয়ে র্যা ব-১৪, জামালপুরের সদস্যরা একটি পিকআপ ভ্যানসহ ২৬০ বোতল ভারতীয় মদ আটক করেছে।
র্যা ব-১৪ সূত্রে জানা গেছে, ১১ জুলাই ২০২৫ সকাল বেলা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শেরপুর জেলার নালিতাবাড়ী থানার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য বিদেশী মদ বিক্রয়ের উদ্দেশ্যে পিকআপযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে সিপিসি-১, র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১১ জুলাই ২০২৫ সকাল অনুমান ০৭:৩০ ঘটিকায় শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন পশ্চিম চাঁদগাও সাকিনস্থ তিনানি টু নন্নিগামী পাকা রাস্তায় পশ্চিম পার্শ্বে পৌছালে মাদক কারবারিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালকসহ অজ্ঞাতনামা মাদক কারবারিরা পিকআপ নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু র্যাবের টহল গাড়ি উক্ত পিকআপ ভ্যানের পিছনে ধাওয়া করে এবং ৩০/৩৫ মিনিট মধ্যে পিকআপটি নালিতাবাড়ী থানাধীন পশ্চিম চাঁদগাও গ্রামের কাঁচা রাস্তার জনৈক মোঃ মোফাজ্জাল হোসেন এর ভূসি দোকানের সামনে পিকআপ ভ্যানটি রেখে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় জনগনের উপস্থিতিতে পিকআপ ভ্যানে তল্লাশি করে ২৬০ বোতল ভারতীয় বিদেশী মদ উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ১২ লাখ ৭২ হাজার টাকা।
পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামত শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সেইসঙ্গে পলাতক মাদক কারবারিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
র্যা ব, জামালপুরের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম আমিনুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।