
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৮৩ বোতল মদসহ একজন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২৯ জুন) রাতে উপজেলার দাওধারা এলাকার ফরেস্ট অফিস এলাকার জঙ্গল থেকে অভিযান চালিয়ে মাদক কারবারি’কে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি উপজেলার ঢালুকোনা এলাকার মৃত হাতেম আলী’র পুত্র শহীদুল ইসলাম(৩২)
নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাসেল রেহান ও এসআই নুরুল আমিনের একটি পুলিশ টিম রাতে দাওধারা ফরেস্ট অফিসের সামনে জঙ্গল থেকে শহীদুল নামের একজনকে ভারতীয় বোতল সহ আটক করেন। ওই সময় মাদক কারবারিকে তল্লাসি করে আইকনিক হোয়াইট, ওল্ড মনক রাম, রয়াল গ্রিন হুইস্কি, পিএম ব্ল্যাক হুইস্কি, ম্যাজিক মোমেন্টস ও স্টারলিং রিজার্ভ নামের বিভিন্ন ব্র্যান্ডের মোট ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ২ লাখ ৯৪ হাজার টাকা।
আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।