
নিজস্ব প্রতিবেদক: শেরপুর জেলায় টানা তিনবার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ার পর এবার ময়মনসিংহ পুলিশ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।
২৪ জুন মঙ্গলবার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সভাকক্ষে মাসিক রেঞ্জ অপরাধ পর্যালোচনা সভায় নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানাকে গত মে মাসের পারফরম্যান্সের আলোকে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। সভায় ওসি মো. সোহেল রানার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।
এসময় ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) আবুবকর সিদ্দিক, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম, শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।