শেরপুরে জেলা জাতীয় পার্টির (জাপা) দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের চকবাজার এলাকার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। এতে সভাপতিত্ব করেন জেলা জাপার সভাপতি মো. ইলিয়াছ উদ্দিন।
সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের মতৈক্যের ভিত্তিতে ইলিয়াছ উদ্দিনকে সভাপতি, মো. মাহমুদুল হককে সাধারণ সম্পাদক ও এস এম আশরাফকে সাংগঠনিক সম্পাদক পদে নিরবাচিত করা হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু তাঁদের নাম ঘোষণা করেন।
সম্মেলনে প্রধান অতিথি জি এম কাদেরসহ আরো বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, অতিরিক্ত মহাসচিব মো. ফখরুল ইমাম, মোস্তফা আল মাহমুদ, জাপা চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, বরতমানে দেশে এক ধরনের রাজতন্ত্র চলছে। যারা আওয়ামী লীগের সরকারে আছেন তাঁরা দেশের জনগণের পরিবরতে নিজেদের ভাগ্যের উন্নয়নে কাজ করছেন। অধিকন্তু বরতমানে যে পদ্ধতিতে বা বরতমান সরকারের অধীনে যেভাবে নিরবাচন অনুষ্ঠিত হচ্ছে, তাতে অবাধ ও সুষ্ঠু-নিরপেক্ষ নিরবাচন আশা করা যায় না। এটার পরিবরতন দরকার আছে। তবে পরিবরতন কীভাবে হবে তা দলমত সকলের সঙ্গে কথা বলে একমত হতে হবে।
তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে আমরা পুরোপুরি সমর্থন করি।যুক্তরাষ্ট্রের আরোপ করা ভিসানীতি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে। ভিসা নীতিকে বিদেশি হস্তক্ষেপ বলা হলেও ওই নীতি জনগণের মনের অবস্থার পক্ষে। যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে বাংলাদেশে যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়।’
সম্মেলনে জেলা জাতীয় পারটি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-করমী উপস্থিত ছিলেন।






