
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গভীর রাতে এক বিধবা বৃদ্ধা বন্যহাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতের এই মর্মান্তিক ঘটনা ঘটে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি নামাপাড়া গ্রামে। নিহত ছুরতন নেছা (৬০) ওই গ্রামের রাঙ্গীপাড়ার বাসিন্দা এবং মৃত রঞ্জু শেখের স্ত্রী।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত গভীর হওয়ার পর বাতকুচি ও পাশের পলাশিকুড়া এলাকায় বন্যহাতির একটি দল হানা দেয়। হাতির দলটি ছুরতন নেছার বাড়িতে প্রবেশ করে তাকে ঘর থেকে টেনে বের করে আক্রমণ চালায়। শুঁড়ে পেঁচিয়ে ও পায়ে পিষ্ট করে তাকে হত্যা করে হিংস্র হাতির দল।
বন বিভাগ সূত্রে জানা গেছে, এর আগেও হাতির আক্রমণে ওই বৃদ্ধার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সে সময় সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছিল।
মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, “রাতভর টানা ভারী বৃষ্টির কারণে অনেকেই ঘুমিয়ে ছিলেন। এমনকি বন বিভাগের জরুরি প্রতিক্রিয়া দল (ইআরটি) এবং অন্যান্য সদস্যরাও বের হতে পারেনি।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ ও বন বিভাগের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।