
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের গেরামারা কডারমোড় গ্রামে রোমানা আক্তার (১১) নামের এক কন্যা শিশুর মরদেহ ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
রোমানা ওই গ্রামের জুলহাস আলীর মেয়ে। তার মা ঢাকায় থাকেন আরও দুই মেয়েকে নিয়ে। ঘটনার সময় রোমানার বাবা মাঠে বোরো ধান কাটছিলেন, আর সে বাড়ির আঙিনায় খেলছিল।
রোমানার চাচি হাজেরা বেগম তাকে রান্নার কাজে ডাকলেও কোনো সাড়া না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বসতঘরের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে টিনের বেড়ার ফাঁক দিয়ে দেখেন, রোমানা রশিতে ঝুলছে। চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এসে দরজা ভেঙে ঘরে ঢুকে তার মরদেহ উদ্ধার করেন।
খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “রোমানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”