
র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের র্যাব সদস্যরা শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ২৮ এপ্রিল রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মিজানুর রহমান (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক কারবারি মিজানুর রহমান ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামের জনৈক আলতাফ হোসেনের ছেলে।
এক গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের নেতৃত্বে সোমবার গভীর রাাতে সঙ্গীয় র্যাব সদস্যরা ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মোঃ মিজানুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। এসময় ওই মাদক কারবারি র্যাবের কাছে এক স্বীকারোক্তিতে জানিয়েছে সে ইয়াবা ট্যাবলেট গুলো বিক্রি করার উদ্দেশ্যে ওই স্থানে অপেক্ষা করছিল।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এটিএম আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার টাকা। এব্যাপারে গ্রেফতারকৃত মাদক কারবারি মিজানুর রহমানকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।