
শেরপুর জেলার সদর উপজেলা ভাতশালা ইউনিয়নের মধ্য বয়ড়া কানাশাখোলা ৩০ মার্চ শনিবার ভোরে রাতে শেরপুর সদর থানার পুলিশ অভিযান চালিয়ে চোরাই মাল সহ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার পাকুড়িয়া ভাটিয়াপাড়া গ্রামের একাব্বর আলীর ছেলে মোঃ আকাশ মিয়া (২০), পাকুড়িয়া বাদাপাড়া গ্রামের মোঃ আঙ্গুর মিয়ার ছেলে মোঃ সজিব মিয়া (২০), মোঃ বাবুল মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (২৭), ভাতশালা ইউনিয়নের মধ্য বয়ড়া কানাসাখোলা গ্রামের সুরুজ্জামান মোঃ হাসানুজ্জামান হাসান (৩৫)।
জানা গেছে, এক গোপন সংবাদের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক সঙ্গী ফোসসহ কানাশাখোলা বাজারের শনিবার ভোর রাতে সুরুজ হার্ডওয়ার এন্ড ইলেকট্রিক স্বত্বাধিকারী মোঃ হাসানুজ্জামান হাসান দোকানে অভিযান চালিয়ে চোরাইকৃত মালামালসহ ওই চার জনকে আটক করে। পরে ওই দোকান থেকে মালামাল উদ্ধার করে। এব্যাপারে সদর থানার একটি মামলা দায়ের করে। পরে পুলিশ তাদের আদালতে সোপর্দ করে।