
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সারাদেশের ন্যায় শেরপুর জেলা শহরসহ বিভিন্নস্থানে আইনশৃংখলা স্বাভাবিক রাখতে শেরপুর আর্মি ক্যাম্পে মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর সেনাসদস্যগণ এবং শেরপুর জেলা পুলিশের সদস্যগণ যৌথভাবে নিরাপত্তা চৌকি স্থাপন এবং নিয়মিত নিরাপত্তা টহল পরিচালনা করছেন।
মুসলমান সম্প্রদায়ের পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনকে সামনে রেখে শেরপুর জেলা শহরের বিভিন্ন মার্কেট, শপিংমল ও সড়কে ঈদের কেনাকাটা করতে আসা নারী-পুরুষসহ নানা শ্রেণি ও পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সন্দেহ ভাজন মানুষের গতিবিধি পর্যবেক্ষণ ও দূর দূরান্ত থেকে নিজ বাড়িতে ঈদ উদযাপনের উদ্দেশ্যে আগত সাধারণ মানুষের যাত্রাকালিন হয়রানি দূর করণে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যবেক্ষণ ও তল্লাশি চৌকি স্থাপন করা হচ্ছে। সেনা সদস্যরা মাঠে থাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও স্বস্তি বিরাজ করছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নিরাপদ ঈদ উদযাপন নিশ্চিত করতে ঈদের আগে এবং পরে শহরের সার্বিক আইন শৃংখলা বজায় রাখতে এসকল যৌথ নিরাপত্তা টহল এবং পর্যবেক্ষণ চৌকি স্থাপন ব্যবস্থা আরো বৃদ্ধি এবং জোরদার করা হবে।