
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে ফেসবুকে হাহা রিয়েক্ট দেওয়ায় এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করার ঘটনা ঘটেছে।
নিহত নাইম বাদশা ওই গ্রামের কৃষক নাইফুল ইসলামের ছেলে এবং সরকারী নাজমুল স্মৃতি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। এ ঘটনায় অভিযুক্ত সবুজ আহমেদকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার(২৯ মার্চ) উপজেলার নয়াবিল এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে,উপজেলার আন্ধারুপাড়া এলাকার সবুজ আহাম্মেদ নামের একজনের ফেসবুক পোস্টে (হাহা) রিয়েক্ট দেয় নয়াবিল এলাকার নাইম বাদশা রবিন নামের এক শিক্ষার্থী। এই হাহা রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে সবুজ আহম্মেদের মনে ক্ষোভের সৃষ্টি হয়। সেই জের ধরে শনিবার সকালের দিকে রবিন’কে ফোন করে বাসা থেকে বের করে নিয়ে আসে সবুজ আহাম্মেদ এবং শুরু হয় বাকবিতন্ডা ও হাতাহাতি এবং এক পর্যায়ে সবুজ রবিনের বুকে ছুরি দিয়ে আঘাত করে আর ততক্ষনে রবিন মাটিতে লুটিয়ে পড়ে। তবে এলাকাবাসী চিতকার শুনে সবুজ’কে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে। এক পর্যায়ে আহত রবিন’কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হয় পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেলে পথিমধ্যেই মারা যায়।
এবিষয়ে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান,অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে মামলা গ্রহণ করা হবে। অভিযুক্ত আটক রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।