
শেরপুর নকলা ৭ নং টালকি ইউনিয়ন পোয়াভাগ নয়াবাড়ি গ্রামে সংস্কারের অভাবে স্বামীর হাতে গড়া ঘরটি ভগ্নদশায় পরিণত হয়েছিল। ঘর মেরামত করার সামর্থ্যও ছিল না ৭৫ বছর বয়সী রুমেছা বেগমের।
ঝড়-বৃষ্টি আর হিম শীতে সীমাহীন কষ্টে পার করছিলেন দিন। ঘরটি একদিকে হেলে গিয়েছে। একটি নতুন ঘর তার কাছে ছিল স্বপ্নের মতো।
এমন অবস্থার কথা জানিয়ে ৪ দিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সহায়তার আবেদন করেছিলেন মিন্টু খন্দকার,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন সহ অনেকেই পোষ্ট করেন । সেই স্ট্যাটাস দেখে ওই বৃদ্ধার সহায়তায় এগিয়ে আসেন ‘অদম্য মেধাবী সংস্থা ‘। অবশেষে তার স্বপ্ন সত্যি হলো ফেসবুকে দেওয়া একটি পোস্টের কল্যাণে। ব্যাক্তিগত উদ্যোগে ঘরটি ফেলে দিয়ে নতুন করে তৈরি করে দিলেন অদম্য মেধাবী সংস্থার পরিচালক অষ্ট্রেলিয়া প্রবাসি আবু শরিফ কামরুজ্জামান । পাশাপাশি নকলা উপজেলা প্রশাসন বুলবুল আহম্মেদ ৫০০০ নগদ অর্থ সহযোগিতা করেছেন।