
শেরপুরে শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির মা বরেণ্য শিক্ষাবিদ রতœগর্ভা রহিমা ওয়াদুদের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শেরপুর পৌর নিউমার্কেটে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেনের আয়োজনে ওই মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে বরেণ্য শিক্ষাবিদ রহিমা ওয়াদদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামানা করেন। একইসঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
দোয়া মাহফিলে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামাল, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল খালেক, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, জেলা যুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমান, জেলা পরিষদের সদস্য ফারহানা পারভীন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।