
বিশেষ প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে বন্যহাতির তাণ্ডব ঠেকাতে স্বেচ্ছাসেবী দলের মধ্যে সার্চলাইট ও হুঁইসেল বাঁশি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সীমান্ত ঘেঁষা নওকুচি এলাকায় কাংশা ও নলকুড়া ইউনিয়নের ৪৫টি স্বেচ্ছাসেবী দলের মধ্যে দুটি করে সার্চলাইট ও বিকট শব্দের দুটি করে হুইসেল বাঁশি বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে গারো পাহাড়ের বিভিন্ন এলাকায় খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসছে বন্য হাতির পাল। হাতির তাণ্ডবে মানুষের ঘরবাড়ির ক্ষতির পাশাপাশি কাঁচা-পাকা ধান, শাকসবজির ফসল খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে নষ্ট করছে বন্য হাতির দল। তাই জানমাল ও ফসল রক্ষায় বন্যহাতির তাণ্ডব ঠেকাতে উপজেলা বিএনপির উদ্যোগে ভুক্তভোগী এলাকাবাসীর মধ্যে সার্চলাইট ও বিকট শব্দের হুইসেল বাঁশি বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক। সেইসঙ্গে হাতি তাড়াতে মশাল জ্বালানোর জন্য দলের পক্ষ থেকে কেরোসিন তেলের ব্যবস্থা করা হয়েছে।
এসব সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাংশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আতাউর রহমান। এতে সাংবাদিক কাকন রেজা, উপজেলা বিএনপির আহবায়ক শাহজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, নলকুড়া ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রুকুনুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ প্রমুখ বক্তব্য দেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।