
বিশেষ প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলায় বন্যা পরবর্তী গবাদিপশুর জন্য বিনা মূল্যে ভ্যাকসিন, ওষুধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারে মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রউফ। বেসরকারি উন্নয়ন সংগঠন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আইআরডিএস) এই কর্মসূচির আয়োজন করে। সংস্থার পরিচালক মো. মাহফুজুর রহমানের তত্ত্বাবধানে এটি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার চিকিৎসা সেবা কার্যক্রমে ২৫০ জন খামারির গবাদিপশুর জন্য বিনা মূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয়। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক এ কার্যক্রমে অংশ নেন। তাঁরা গবাদিপশুর বন্যা পরবর্তী স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি ও রোগ প্রতিরোধ বিষয়ে খামারিদের প্রয়োজনীয় পরামর্শ দেন।
উল্লেখ্য, গত দুই সপ্তাহের বন্যায় শেরপুর জেলার অধিকাংশ গবাদিপশু খামারী নানাভাবে ক্ষতিগ্রস্ত হন।
চিকিৎসা প্রদানকারী টিমের প্রধান সমন্বয়ক নেপাল চন্দ্র বর্মণ বলেন, এ ধরনের কর্মসূচি গ্রামীণ জনগোষ্ঠীর গবাদিপশু লালন-পালনের আধুনিক পদ্ধতি ও প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যা তাঁদের রোগ প্রতিরোধে সক্ষম এবং অতিরিক্ত আয় অর্জনের সুযোগ সৃষ্টি করে। এর ফলে তাঁদের জীবনযাত্রার মানে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।
এই কর্মসূচিটি বাস্তবায়নে শেরপুর জেলা ও শ্রীবরদী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, মেডিক্যাল কোয়ালিশন ক্যালিফোর্নিয়া এবং ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল ফ্রেন্ডশিপ ইনকর্পোরেশন সহযোগিতা প্রদান করে।
আইআরডিএসের অন্যান্য উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, বিনা মূল্যে গবাদিপশু বিতরণ প্রকল্প, ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রজেক্ট এবং কমিউনিটি লাইভস্টক ব্যাংক। এই প্রকল্পগুলোর মাধ্যমে সংস্থাটি গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং টেকসই কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আইডিআরএস স্বপ্ন দেখে, তাদের বর্তমান চলমান প্রকল্পগুলো মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তিতে অবদান রাখবে।