
শেরপুরে গাঁজাসহ এক মাদক কারবারি ডিবি পুলিশের হাতে গ্রেফতার।
শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের গুল কোহাকান্দা গ্রামে ২৯ এপ্রিল শনিবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. মন্তাজ আলী (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
ধৃত মাদক কারবারি মো. মন্তাজ আলী সদর উপজেলার গুল কোহাকান্দা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) বাবুল ও রেজাউল সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাতে সদর উপজেলার গুল কোহাকান্দা গ্রামে অভিযান চালায়। এসময় মাদক কারবারি মন্তাজ আলীকে ৫০০ গ্রাম গাঁজাসহ তার বশত বাড়ির সম্মুখ থেকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায় ধৃত মন্তাজ আলী দীর্ঘদিন ধরে গাঁজার কারবার করে আসছিল। এব্যাপারে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ৩০ এপ্রিল রোববার দুপুরে ধৃত মন্তাজ আলীকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।