
শেরপুর সদর উপজেলার মুনশীরচর বাজার পাবলিক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষারথীদের বিদায় সংবরধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন হোসাইন মারুফ ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা মো. হোসাইন মারুফ।
অনুষ্ঠানে বক্তব্য দেন চরমোচারিয়া ইউনিয়নের ওয়ারড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক, বিদ্যালয় পরিচালনা পরষদের সদস্য বিল্লাল হোসেন, শিক্ষক খোকন মিয়া, আরিফুল হক এবং বিদায়ী শিক্ষার্থী মো. শাহরুখ ও মাবিয়া আক্তার।
উল্লেখ্য, আগামী ৩০ এপ্রিল রোববার থেকে অনুষ্ঠেয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় মুনশীরচর বাজার পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৫৮ জন শিক্ষারথী অংশ গ্রহণ করবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে সকল পরীক্ষারথীকে পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন উপকরণ উপহার হিসেবে প্রদান করা হয়। শেষে পরীক্ষারথীদের সফলতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।