শেরপুরে রক্তসৈনিকের উদ্যোগে মসজিদে-মসজিদে মাইক বিতরণ

 

মোঃ আসিফ, শ্রীবরদী প্রতিনিধি:

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের “মসজিদ/ মাদরাসায় সাউন্ড সিস্টেম /মাইক বিতরণ” প্রজেক্ট এর উদ্যোগে ২০ আগস্ট সোমবার বিকেলে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভেলোয়া পূর্ব পাড়া জামে মসজিদ ও পূর্ব কাজির চর মন্ডলবাড়ী জামে মসজিদে (২টি হর্ণ, ৪ পেয়ারের সাউন্ড সিস্টেম ১টি মাউথ পিছ ও মাউথপিছ স্ট্যান্ড) মোট ২ (দুই) সেট মাইক উপহার দেওয়া হয়েছে।

মাইক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার তুলে দেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন এর চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া, রক্তসৈনিক ভেলোয়া ইউনিয়ন শাখার সভাপতি কাওছার আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম, শেরপুর জেলা শাখার সভাপতি মেহেদী হাসান শামীম।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রক্তসৈনিক শেরপুর পৌর শাখার সদস্য সচিব রকিব আহমেদ অন্তর, রক্তসৈনিক ৬নং ওয়ার্ড সমন্বয়ক মেহেদী হাসান সিফাত, চর মোচারিয়া ইউনিয়ন শাখার সভাপতি তাহসান শাকিল, সদস্য আহসান হাবিব, আতিকুর রহমান, জিহাদ মিয়া, নাঈম মিয়া মসজিদ কমিটির সভাপতি জসিম উদ্দিন বাদল, হালিম মিয়া, মুরশেদ আলীসহ সম্পাদক মল্ডলীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু বলেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় ২০১১ সালে গড়ে উঠা আমাদের রক্তসৈনিক সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানুষের কল্যাণে নানা কাজ করে যাচ্ছে বিশেষ করে মুমূর্ষু রোগীকে রক্তদান, শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে থাকা, ত্রাণ সামগ্রী বিতরণ, ধর্মীয় উৎসবে উপহার সামগ্রী বিতরণ, বিভিন্ন ইয়াতিম খানায় ছিন্নমূল শিশুদের মাঝে ঈদের জামাকাপড় উপহার, পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান, মাদক, জুয়া ও বাল্যবিবাহ এবং ইভটিজিং সম্পর্কে নানা সচেতনতা মূলক সভা সেমিনার আয়োজন। গরীব অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা। বিশেষ করে করোনাকালে বিনামূল্যে কোভিড আক্রান্ত রোগীদের অক্সিজেন সরবরাহ, আক্রান্ত রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়া তাদের বাড়িতে বাড়িতে ঔষধ ও বাজার পৌঁছে দেওয়া সহ প্রশাসনের লকডাউন বাস্তবায়নে সহযোগীতা ও মানুষের বাড়িতে বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে নিবেদিত ভাবে কাজ করেছে। সংগঠনের ধারাবাহিক কাজের পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও বিতরণ প্রজেক্ট, ধর্মীয় প্রতিষ্ঠানে সপ্তাহে একদিন পরিচ্ছন্ন কার্যক্রম, মাদরাসা ছাত্র ছাত্রীদের মাঝে কোরআন ও রেহাল বিতরণ প্রজেক্ট, মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রজেক্ট, হাসির বিনিময়ে ঈদের জামা উপহার প্রজেক্ট এবং সর্বশেষ মসজিদ মাদরাসায় মাইক/সাউন্ড সিস্টেম বিতরণ প্রজেক্ট চলমান রয়েছে।
যেসকল মানবিক ভাই-বোন আমাদের এই প্রজেক্ট বাস্তবায়নে নানাভাবে সহযোগিতা করেছে আমরা রক্তসৈনিক পরিবার তাদের কাছে কৃতজ্ঞ। সকলের সহযোগিতা পেলে আমাদের অন্যান্য প্রজেক্ট এর ন্যায় এই প্রজেক্টও মানুষের কল্যাণে আজীবন চলমান থাকবে ইনশাআল্লাহ।

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া বলেন আমাদের রক্তসৈনিক সোনার ছেলে- মেয়েরা পড়াশোনার পাশাপাশি চমৎকার চমৎকার উদ্যোগ গ্রহণ করে। এবং সততার মধ্যে থেকে মানুষ হিসেবে বরাবরই মানুষের কল্যাণে কাজ করে। তাদের উদ্যোগ গুলোকে স্বার্থক করতে আপনারা সকলের এগিয়ে আসবেন এটাই আমার প্রত্যাশা। প্রোগ্রাম বাস্তবায়নে অর্থের উৎস সম্পর্কে প্রশ্নে তিনি জানান আমাদের সদস্যরা নিজেরাও দেয় আমি নিজে অংশগ্রহণ করি প্রয়োজনে আমার পরিবারের সদস্যদের কাছে বললে তারা না করে না এবং আমাদের রক্তসৈনিকের উপদেষ্টা মন্ডলী সদস্যরাও মাঝে মাঝে এগিয়ে আসে।

অন্যদিকে রক্তসৈনিক ফাউন্ডেশনের মসজিদ মাদরাসায় মাইক বিতরণ কার্যক্রমকে স্বাগত জানিয়ে পূর্ব কাজির চর মন্ডলবাড়ী জামে মসজিদের সভাপতি জসিম উদ্দিন বলেন মসজিদ আল্লাহর ঘরে আর নামাজ আমাদের মুসলমানদের জন্য ফরজ আজানের মাধ্যমে মুসলমানদের নামাজে আসার জন্য আহবান করা হয়। আমাদের মসজিদে এমন গুরুত্বপূর্ণ উপহার প্রদান করায় আমরা এলাকাবাসী কৃতজ্ঞ।

ভেলোয়া পূর্ব পাড়া জামে মসজিদের সভাপতি শাহীন মিয়া বলেন আমাদের প্রত্যন্ত গ্রামে জরাজীর্ণ এই মসজিদে মাইক উপহার পাওয়া ভাগ্যের ব্যাপার আমরা এলাকাবাসী খুবই খুশী এখন আমরা আজান শুনে ওয়াক্ত মতো জামাতে একসঙ্গে নামাজ পড়তে পারুম। আল্লাহ রক্তসৈনিকের ভালো করুক।

  • Related Posts

    শ্রীবরদীতে প্রয়াত চারণ সাংবাদিক  বকুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত 

        শ্রীবরদী প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী প্রেসক্লাবের প্রয়াত সভাপতি, মোহনা টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি চারণ সাংবাদিক মরহুম রেজাউল করিম বকুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১৭ নভেম্বর সোমবার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে…

    শেরপুরের শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলায় ‘জেন্ডার স্টেরিওটাইপ চ্যালেন্জ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি ও যুব সম্প্রদায়ের ভূমিকা’ শীর্ষক সচেতনতামূলক উঠান বৈঠক হয়েছে। গতকাল বিকেলে শ্রীবরদী পৌরসভার…

    One thought on “শেরপুরে রক্তসৈনিকের উদ্যোগে মসজিদে-মসজিদে মাইক বিতরণ

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজির শেরপুর সদর কোর্ট পরিদর্শন

    ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজির শেরপুর সদর কোর্ট পরিদর্শন

    শেরপুরের ঝিনাইগাতীতে তিন দিনব্যাপী ওয়ানগালা উৎসব শুরু

    শেরপুরের ঝিনাইগাতীতে তিন দিনব্যাপী ওয়ানগালা উৎসব শুরু

    শেরপুরে বিএনপি নেতা তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান

    শেরপুরে বিএনপি নেতা তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান

    শেরপুরের গারো পাহাড়ের জঙ্গলে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

    শেরপুরের গারো পাহাড়ের জঙ্গলে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

    শেরপুরে র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক কয়েদী গ্রেফতার

    শেরপুরে র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক কয়েদী গ্রেফতার

    শেরপুরে বড় ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাইয়ের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

    শেরপুরে বড় ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাইয়ের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

    দুঃখিত কপি করা যাবে না! ⚠️