শেরপুরে সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন

 

স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা শহরের পূর্বসেরী অষ্টমী তলা মহল্লায় একটি চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী।

২৯ জুন শনিবার দুপুরে শহরের অষ্টমী তলা ঢাকা-টাঙ্গাইল বাস টার্মিনাল মোড়ে শেরপুর-জামালপুর মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে সেখানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা সন্ত্রাসী বাহিনীর নানা অত্যাচারের কাহিনী তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে আরিফুর রহমান নিশান। তিনি তার বক্তব্যে বলেন, স্থানীয় প্রভাবশালী বাসিন্দা এডভোকেট মোখলেসুর রহমান দীর্ঘ ১৫ বছর যাবত স্থানীয় অষ্টমিতলাস্থ জামে মসজিদ, কাশিমুল উলুম হোসাইনিয়া মাদ্রাসা এবং কবরস্থান কমিটিতে এলাকারবাসীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক সভাপতি পদবী দখল করে আসছিলেন।

মোখলেছুর রহমান তার ছেলেকে দিয়ে দীর্ঘদিন যাবত একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে এই অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ঐ সন্ত্রাসী বাহিনীর প্রধান এডভোকেট মোখলেছুর রহমানের ছেলে মোর্শেদুর রহমান অতীতে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালে আগ্নেয়াস্ত্রসহ পুলিশের কাছে আটক হয়ে দীর্ঘ ৬ মাস জেলহাজতে ছিল। সেখান থেকে শেরপুর এসে সন্ত্রাসী বাহিনী গঠন করে এলাকায় বিভিন্ন ধরনের দখল বাজী, বালুমহলে চাদাবাজীসহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে এই অঞ্চলে এক ত্রাসের রাজত্ব কায়েম করছে।

মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট মোখলেছুর রহমান একজন লেবাসধারী ভদ্রলোক । তিনি বিএনপি ক্ষমতায় থাকাকালে মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী ফোরামে ছিলেন, পরবর্তীতে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে তিনি মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ ফোরামে যোগদান করেন। যে সরকার ক্ষমতায় আসে তখন তিনি সেই সরকারের দলেই থাকেন।

উল্লেখিত মসজিদ মাদ্রাসা কমিটির অন্য সদস্যদের সিদ্ধান্ত ছাড়াই সকল সিদ্ধান্ত তিনি একাই নেন। যে কারনে এলাকাবাসী তার বিভিন্ন অনিয়ম ও টাকা আত্মসাৎ এর বিষয়ে প্রতিবাদ করায় আমাদের উপর সম্প্রতি ওই সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা, বাড়ি-ঘর ভাংচুরসহ বিশিষ্ট শ্রমিকনেতা ও ফার্নিচার ব্যবসায়ী, সমাজসেবক জনাব শরাফত আলীসহ কয়েকজনকে মারপিট করে গুরুতর আহত করেছিল। ঐ ঘটনায় তারাই আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এ্যাডভোকেট হওয়ার সুবাদে আমাদের বিরুদ্ধে একেরপর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। তাদের দেয়া মিথ্যা মামলার কারনে আমাদের নিরপরাধ বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী বাদশা মিয়া এবং আবু সাইদ বর্তমানে জেলহাজতে আছে। আমারা তাদের অবিলম্বে নিঃষ্বশর্ত মক্তি চাই। আমরা এই লেবাসধারী মোখলেছুর রহমানের মাধ্যমে মসজিদ মাদ্রাসার টাকা আত্মসাৎকারী ও তার সৃষ্টি করা সন্ত্রাসী বাহিনীর কাছে এলাকাবাসী জিম্মি হয়ে পড়েছি।

এমতাবস্থায় আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই লেবাসধারী অ্যাডভোকেট মোখলেছুর রহমানের মিথ্যা মামলায় এই অঞ্চলের মানুষ অতিষ্ট। তারই সৃষ্টি করা সন্ত্রাসী বাহিনীর নির্মুল চাই এবং আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মনসুর মিয়া, মোঃ বাদল মিয়া, শরাফত মিয়া, জাহাঙ্গীর আলম, মজিদ মিয়া ও কালু মিয়া। এছাড়া মানববন্ধনে এলাকার ৩ শতাধিক ভুক্তভোগী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে করা সকল অভিযোগ অস্বীকার করে আইনজীবী ও মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান আকন্দ বলেন, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি (মোখলেছুর) নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেন। কিন্তু আ. লীগ প্রার্থীর পরাজয়ের পর একটি রাজনৈতিক প্রতিপক্ষ তাঁর বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট প্রচারণা করে যাচ্ছেন। তাঁর কোন সন্ত্রাসী বাহিনী নেই। সুতরাং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা বা কাউকে হামলা বা কারও বাড়িঘর ভাঙচুর করার প্রশ্নই ওঠে না। বরং অষ্টমীতলার মসজিদ ও মাদ্রাসা কমিটির সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের পর ওই এলাকার কতিপয় সন্ত্রাসী ও বিএনপি-জামায়াতের ঘরানার লোক তাঁকে (মোখলেছুর রহমান) শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তিনি কখনোই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে ছিলেন না। তিনি একজন মুক্তিযোদ্ধা এবং ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। তাঁর রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট ও সামাজিকভাবে তাঁকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল এ ধরনের মিথ্যা অপপ্রচার করছে বলে দাবি করেন তিনি।

  • Related Posts

    শেরপুরে র‌্যাব-১৪’র অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

    নিজস্ব প্রতিনিধি:  র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের বিশেষ অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মাস্টার (৪৫) গ্রেপ্তার হয়েছেন। শনিবার রাতে শেরপুর সদর উপজেলার চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে আটক…

    শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

    দেবাশীষ সাহা রায়, শেরপুর শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা কাঠগাছ ধরতে গিয়ে নিখোঁজ মো. ইসমাইল হোসেন (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    ময়মনসিংহ বিভাগের ‘শ্রেষ্ঠ জেলা প্রশাসক’ নির্বাচিত হলেন শেরপুরের ডিসি তরফদার মাহমুদুর রহমান

    ময়মনসিংহ বিভাগের ‘শ্রেষ্ঠ জেলা প্রশাসক’ নির্বাচিত হলেন শেরপুরের ডিসি তরফদার মাহমুদুর রহমান

    শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ: ডিলার আটক

    শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ: ডিলার আটক

    নকলায় এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    নকলায় এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    শেরপুরে জামায়াতের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের পথসভা

    শেরপুরে জামায়াতের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের পথসভা

    শেরপুরে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

    শেরপুরে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

    ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজির শেরপুর সদর কোর্ট পরিদর্শন

    ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজির শেরপুর সদর কোর্ট পরিদর্শন

    দুঃখিত কপি করা যাবে না! ⚠️