
আমিরুল ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের উপর রচনা ও পাঠ প্রতিক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
শেরপুর জেলার আজিমুন্নেছা তমিজ উদ্দিন খন্দকার স্মৃতি গন গ্রন্থাগারের পক্ষ থেকে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের উপর পুরষ্কার পেয়েছেন দৈনিক জবাবদিহি পত্রিকার সাংবাদিক আমানুল্লাহ আসিফ।
বুধবার (২৬ জুন) রাজধানীর আগারগাঁও জাতীয় মুক্তিযুদ্ধ যাদুঘরে এই পুরস্কার বিতরণ করা হয়।
জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক এবং একুশে পদক প্রাপ্ত কবি ও প্রাবন্ধিক মিনার মনসুরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আব্দুল নাসের চৌধুরী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার, মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি মাফিদুল হক, বিশিষ্ট কবি ও সাহিত্যিক অধ্যাপক ঝর্ণা রহমান, বিভিন্ন পাঠাগারের প্রতিনিধি ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের কর্মকর্তার
সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।