নিজস্ব প্রতিবেদক : শেরপুর জেলা শহরে কর্মরত সাংবাদিকদের সাথে ২৩ জুন শনিবার রাত ৮টায় শেরপুর শহরের বটতলাস্থ সাবেক এমপি ফাতেমা তুজ্জহুরা শ্যামলীর ব্যক্তিগত কার্যালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন।
এসময় উপস্থিত সাংবাদিকগণ সাবেক এমপি শ্যামলীর সামাজিক কর্মকান্ড এবং শেরপুরবাসীর প্রতি ভালোবাসার কথা তুলে ধরেন। এছাড়াও আগামী দিনে শেরপুরের দরিদ্র ও অসহায় মানুষের সু-চিকিৎসায় তার প্রয়াত বাবা সেলিম রেজার নামে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করার জন্য পরামর্শ দেন। এসময় এমপি শ্যামলী সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ মনযোগ দিয়ে শোনেন এবং তার প্রতি সাংবাদিকদের অকুণ্ঠ ভালোবাসার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় বক্তব্য রাখেন সাংবাদিক মো. শরিফুর রহমান, মো. মেরাজ উদ্দিন, দেবাশীষ সাহা রায়, আদিল মাহমুদ উজ্জল, মানিক দত্ত, আছাদুজ্জামান মোরাদ, জিএইচ হান্নান, জিএম আজফার বাবুল, মাসুদ হাসান বাদল, ফজলুল করিব সুরুজ, মারুফুর রহমান প্রমুখ।
শুভেচ্ছা ও মতবিনিময়কালে সাপ্তাহিক শ্যামলীর নির্বাহী সম্পাদক উমর ফারুক, শেরপুর জেলা যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং যুব মহিলা লীগের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।








