শেরপুরে আগাম জাতের লিচু বাজারে বিক্রি শুরু

 

শ্রীবরদী প্রতিনিধি: জ্যৈষ্ঠের শুরুতে সীমান্তবর্তী জেলা শেরপুরে আগাম জাতের লিচু বাজারে বিক্রি শুরু হয়েছে। সাধারণত জ্যৈষ্ঠের শুরু থেকে আষাঢ়ের মাঝামাঝি সময়ে শেরপুর জেলার বিভিন্ন এলাকা হয়ে ওঠে লিচুময়। এ সময় জেলাটির ছোট বড় যে রাস্তা দিয়েই যাওয়া যায় দুই পাশে চোখে পড়ে লাল টুকটুকে লিচু বাগান মৌসুমের শুরুতেই রসালো এই ফল কিনতে আগ্রহের কমতি নেই ক্রেতাদের। কিন্তু চলতি মৌসুমে শেরপুরে চিরচেনা সেই রূপটি এখন আর নেই। দামও গতবারের চেয়ে এবার প্রায় দ্বিগুণ। লিচু চাষিরা জানান, প্রচণ্ড তাপপ্রবাহে লিচুর মুকুল ও গুটি ঝরে যাওয়ায় ফলনে বিপর্যয় ঘটেছে। ফলে এবার তাদের লিচু উৎপাদন প্রায় ৫০শতাংশ কম হবে। আর যে সব গাছে লিচু আছে, তা আকারে ছোট ও ফাঁটা। জেলা শহর সহ সীমান্তবর্তী শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতেও বাণিজ্যিকভাবে ছোট বড় বাগানে লিচু চাষ করা হয়। এই এলাকায় প্রায় শ’খানেক লিচুর বাগান রয়েছে। এসব বাগানে মুজাফরপুরি, বোম্বাই, চায়না থ্রি জাতের লিচু চাষ করা হয়েছে। কিন্তু এবার কোথাও ভালো ফলন হয়নি। বাসাবাড়িতে যারা নিজেদের খাওয়ার জন্য গাছ লাগিয়েছে তাদের অবস্থা আরও খারাপ। কারণ তারা খামারিদের চেয়ে পরিচর্যা পদ্ধতি আরও কম জানেন। বাগান মালিকরা জানান এবার মুকুল আসার সময় বৃষ্টি এবং পরবর্তীতে তীব্র দাবদাহে লিচুর সব ফুল ঝরে গেছে। গত বছরের তুলনায় এইবার লাভ কম হবে বলে আশংকা করছেন । যা লিচু ধরেছে তার প্রায় সবই ফাঁটা ও আকারে ছোট। সরেজমিনে গিয়ে দেখা শ্রীবরদী উপজেলার পাহাড়ি বেশ কিছু এলাকা ঘুরে দেখা যায়, বাগানগুলোতে চাষিরা লিচু পরিচর্যা করতে ব্যস্ত। কিছু কিছু গাছে অল্প লিচু পাকতে শুরু করেছে। গাছে লিচুর পরিমান কম। কিছু থাকলেও আকারে বেশ ছোট। অনেক গাছে লিচু ফাঁটা অবস্থায় ডালে ঝুলছে। গাছের নিচে পড়ে রয়েছে। প্রচণ্ড গরমে লিচু ডাল থেকে ঝরে যাচ্ছে।

চাষিরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার ফলন কম হওয়ায় বেশিরভাগ চাষিরা লোকসানের মুখে পড়বেন। চলতি মাসেই এই অঞ্চলে লিচু বিক্রি শুরু হয়। লিচু পাকার আগেই পাইকাররা বাগানে এসে লিচু কিনে নেন। এবার লিচুর অবস্থা দেখে কিনতে আসছেন না।

অপরদিকে ব্যবসায়ীরা বলছেন, দেশে চলমান তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে এবার লিচুর ফলন কম হওয়ার বড় প্রভাব পড়েছে লিচুর বাজারে। মাত্র এক সপ্তাহ আগে মৌসুমী লিচু শেরপুরের বাজারে আসতে শুরু করেছে। যশোর, রাজশাহী ও দিনাজপুরের লিচু এখনও বাজারে আসেনি। এই জেলাগুলোর পরিপক্ক ও রসালো লিচুর জন্য ক্রেতাদের আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে। গত বছর এই সময়ে প্রতি ১০০টি লিচু ২০০ থেকে ২৫০ টাকা বিক্রি হয়েছে এবং সেই লিচু কিনতে হচ্ছে ২৫০ থেকে ৩৫০ টাকায়। শহরের খোয়ারপার ও শ্রীবরদী ,নয়ানী বাজারের ফুটপাতের লিচু বিক্রেতারা বলেন, এবার দাম বেড়েছে লিচুর। পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারে দাম বেড়েছে। তবে ছোট আকারে লিচু ২০০ থেকে ২৫০ টাকায় যেগুলো বিক্রি হচ্ছে সেটা খাওয়ার একেবারেই অনুপযোগী। এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার বলেন, গরম মৌসুমে লিচুতে কিছুটা প্রভাব পড়ে। তবে এবার তাপমাত্রা একটু বেশি। তাই লিচু গাছে ফলন বিপর্যয়। তবে নিজস্ব তত্ত্বাবধানে পানি সরবরাহ ও সঠিক পরিচর্যা করলে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব বলে জানান।

  • Related Posts

    শেরপুরে র‌্যাব-১৪’র অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

    নিজস্ব প্রতিনিধি:  র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের বিশেষ অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মাস্টার (৪৫) গ্রেপ্তার হয়েছেন। শনিবার রাতে শেরপুর সদর উপজেলার চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে আটক…

    শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

    দেবাশীষ সাহা রায়, শেরপুর শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা কাঠগাছ ধরতে গিয়ে নিখোঁজ মো. ইসমাইল হোসেন (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    ময়মনসিংহ বিভাগের ‘শ্রেষ্ঠ জেলা প্রশাসক’ নির্বাচিত হলেন শেরপুরের ডিসি তরফদার মাহমুদুর রহমান

    ময়মনসিংহ বিভাগের ‘শ্রেষ্ঠ জেলা প্রশাসক’ নির্বাচিত হলেন শেরপুরের ডিসি তরফদার মাহমুদুর রহমান

    শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ: ডিলার আটক

    শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ: ডিলার আটক

    নকলায় এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    নকলায় এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    শেরপুরে জামায়াতের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের পথসভা

    শেরপুরে জামায়াতের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের পথসভা

    শেরপুরে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

    শেরপুরে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

    ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজির শেরপুর সদর কোর্ট পরিদর্শন

    ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজির শেরপুর সদর কোর্ট পরিদর্শন

    দুঃখিত কপি করা যাবে না! ⚠️