
শেরপুরের সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে ঈদ উপহার হিসেবে ভিজিএফ চাল বিতরণ কার্ক্রমের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ ও বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক। আজ শনিবার সকাল দশটায় ভাতশালা ইউনিয়নের ৫ হাজার ৭৬৯ টি পরিবারের মধ্যে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করেন হুইপ আতিক।
এ সময় ভাতশালা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুন্নাহার, ট্যাগ অফিসার শবনম মুস্তারি, ইউপি সচিব আব্দুস সাত্তার, ইউপি সদস্য মোশারফ হোসেন মমিন, সদস্য আব্দুর বারেক ও মহিলা চেয়ারম্যান হাসনা হেনা খানম ও সাংবাদিক আমিনুল ইসলাম রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।