বিশেষ প্রতিনিধি :
শেরপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সোমবার রাতে শহরের গৃদানারায়ণপুর এলাকার জেলা শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা, শেরপুর জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি নির্মল দে। এতে বক্তব্য দেন জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্বদ্যিালয়ের কলা অনুষদের ডীন সুধাময় দাস, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া, উদীচী শিল্পী গোষ্ঠী, শেরপুর জেলা সংসদের সভাপতি তপন সারওয়ার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, নন্দন সংগীত নিকেতনের পরিচালক দেবাশীষ দাস প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন পলি দে।
পরে আয়োজক সংগঠনের ও স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বিপুলসংখ্যক দর্শক-স্রোতা অনুষ্ঠানটি উপভোগ করেন।








