
‘বঙ্গবন্ধুর বাংলাদেশ, পুলিশ আছে জনতার পাশে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার অসহায় হতদরিদ্র, ছিন্নমূল, দিনমজুর ও নিম্নবিত্তদের জন্য ‘‘জনতার পুলিশ ষ্টোর’’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) বেলা ৫ ঘটিকায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে ফিতা কেটে ‘‘জনতার পুলিশ ষ্টোর’’ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব দেবদাস ভট্টাচার্য বিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ মহোদয়।
জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর মহোদয়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মধুছন্দা ভট্টাচার্য, উপদেষ্টা, পুনাক, ময়মনসিংহ; জনাব সানজিদা হক মৌ, সভানেত্রী, পুনাক, শেরপুর; জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), শেরপুর; জনাব মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শেরপুর সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেরপুর জেলার অসহায় হতদরিদ্র, ছিন্নমূল, দিনমজুর ও নিম্নবিত্তদের মধ্যে ঈদ-উল-ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে জেলা পুলিশের উদ্যোগে ‘‘জনতার পুলিশ ষ্টোর’’ এর মাধ্যমে মাত্র দুই টাকার (নামমাত্র টোকেন মূল্য) বিনিময়ে ঈদ সামগ্রীর প্যাকেজের আওতায় শাড়ি, লুঙ্গি, চাউল, আলু, তেল, লাচ্ছা সেমাই ও চিনি বিক্রি করা হয়।