শেরপুর সদর ট্রাফিকের টিআই (এডমিন) মোঃ এস এম আবু ছাইদ হিরণ সদ্য সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ার তাঁকে র্যাংক ব্যাজ পরানো হয়েছে। ২ মে বৃহস্পতিবার দুপুর ১২ টায় পুলিশ সুপারের কার্যালয়ে অফিস কক্ষে সদ্য পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গত ২৯ এপ্রিল ২০২৪ তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব মোঃ মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শেরপুর জেলা পুলিশের এই চৌকস কর্মকর্তার পদোন্নতি প্রাপ্ত হওয়ায় শেরপুর জেলা পুলিশ পরিবার আনন্দিত ও উচ্ছ্বসিত হয়েছে।








