নিজস্ব প্রতিবেদক: শেরপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ এপ্রিল রবিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুর-১ (সদর) আসনের সংসদ সংসদ মো. ছানুয়ার হোসেন ছানু।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে উদ্বোধন শেষে শোভাযাত্রায় পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম সেবা, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) (উপসচিব) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. হাফিজা জেসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নারী-পুরুষ নানা সাজে অংশ নেন।

শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্যবাহী গরুর গাড়িসহ বাংলার কৃষ্টি কালচারের নানা ব্যানার ও ফেস্টুন ব্যবহার করা হয়।
শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্যামলী মালাকারের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সংগঠনের শিল্পীরা নৃত্য, গান ও অভিনয়ে অংশ নেন। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বিসিকের আয়োজনে দিনব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় একটি পিঠা ঘরসহ ১০টি দেশীয় নানান লোকজ সামগ্রীর স্টল বসে।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলার নানা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উপলক্ষে নানা আয়োজন এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়।








