শেরপুর পৌরসভার নওহাটা গ্রামে প্রবীণ-নবীন সংঘের উদ্যোগে ঈদ উপহার হিসেবে গরীব মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়েছে। ৭ এপ্রিল রবিবার বিকালে নওহাটা আল- জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদরাসায় ১৫০ জন গরীর মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়।
সংগঠের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও মনিরুজ্জামান ময়না লিচুর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও ২ নং পুরাগাও ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ মোঃ জামাল উদ্দিন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মাষ্টার, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো: ইদ্রিস আলী গেন্দাকুল, প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মোঃ আতাহার আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছা সেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আঃ বাতেন আকন্দ, মোঃ তারেক রহমান, নওহাটা সমাজ উন্নয়ন কমিটির সভাপতি হিরা মিয়া, কবি হারুনুর রশিদ, মোঃ বাচ্চু শেখ, সংগঠনের সদস্য, সওদাগর, হাসেম,শফিকুল ইসলাম, মহন মিয়া,মানিক,সজন মিয়াসহ আরো অনেকে।
সংগঠনের সভাপতি, মোঃ মনোয়ার হোসেন বলেন, আজকে যারা এখানে ঈদ উপহার নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন, আপনারা আমাদের, বাবা,মায়ের মতো আপনাদের সন্তান হয়ে হাতে শাড়ি লুঙ্গি তুলে দিয়ে সন্তান হয়ে গেলাম বিশেষ করে যে সকল মানুষ আমাদের এই প্রবীণ নবীন সংঘকে অর্থ দিয়ে, শ্রমদিয়ে সেই ১৯১৬ সাল থেকে আজ পর্যন্ত আমাদের সহযোগিতা করে আসছেন এখানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।








