
শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান কমিটির সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম (৫৭) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১ মার্চ রোববার সকাল ৮টার দিকে ইন্তেকাল করেছেন। হৃদরোগ, কিডনী জটিলতা ও ফুসফুসের প্রদাহজনিত কারণে বেশ কিছুদিন ধরে তিনি সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিঁনি স্ত্রী, ২ মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদে জেলার ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে।
নাজিমুল হক নাজিম বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশন ও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি’র কাউন্সিলর ছিলেন। জেলা শহরের গৃর্দ্দানারায়ণপুর মহল্লার বাসিন্দা নাজিমুল হক নাজিম ‘সাবেক ছাত্রনেতা নাজিম’ নামে সর্বজনবিদিত ছিলেন। ছাত্রজীবনে তিঁনি বাকশালের জাতীয় ছাত্রলীগ ও বাংলাদেশ ছাত্রলীগের জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং জেলা কৃষকলীগেরও সভাপতি ছিলেন।
তাঁর মৃত্যুতে জেলা আ’লীগের সভাপতি ও সাবেক হুইপ আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক, শেরপুর-১ সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছান, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহীদুল ইসলাম এমপি, শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর রুমান প্রমুখ।