
আমিরুল ইসলাম, নালিতাবাড়ী প্রতিনিধি :শেরপুরের নালিতাবাড়ী উপজেলাকে একটি ‘মডেল ও স্মার্ট উপজেলায়’ রুপান্তরিত করার লক্ষ্যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী সাব রেজিষ্ট্রি অফিসের বিশিষ্ট স্যাম্প ভেন্ডার ও সমাজ সেবক মেহেদী হাসান বিল্লাল।
উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা ও দোয়া চাচ্ছেন। কর্মি সমর্থকদের নিয়ে প্রতিদিন নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন তিনি। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। উপজেলার বিভিন্ন বাজারে চায়ের দোকান, হোটেল, গ্রাম, পাড়া মহল্লায় চলছে ভাইস চেয়ারম্যান প্রার্থী বিল্লালকে নিয়ে আলোচনা।
জানা গেছে, উপজেলার বাঘবেড় ইউনিয়নের পশ্চিম শিমুলতলা গ্রামের কৃতিসন্তান ও বিশিষ্ট দলিল লেখক আলহাজ কলিম উদ্দিন সরকারের ছেলে মেহেদী হাসান বিল্লাল করোনার সময় নালিতাবাড়ী উপজেলার নিন্ম আয়ের মানুষদের সে নানাভাবে সহযোগিতা করেছেন। এছাড়াও তিনি এলাকার শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, ক্রীড়া ও আর্থ-সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।
গণসংযোগ কালে জানতে চাইলে উপজেলার বাঘবেড় ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি ভাইস চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান বিল্লাল বলেন, উপজেলার উন্নয়ন ও জনগনের পাশে থেকে সেবা করার লক্ষ্যেই তিনি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস- চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবেন। তিনি সবার ভোট, দোয়া ও সমর্থন কামনা করেন।
উল্লেখ্য- আগামী ১১ মে ২য় ধাপে অনুষ্ঠিতব্য নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে যেসব প্রার্থীরা অংশ নিতে যাচ্ছেন তাদের মাঝে অন্যতম শিক্ষিত প্রার্থী হিসেবে মেহেদী হাসান বিল্লাল ইতিমধ্যেই আলোচনায় রয়েছেন।