
আমিরুল ইসলাম, নালিতাবাড়ী প্রতিনিধি :‘
জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর ১৫ মার্চ শুক্রবার বিকাল ৪টায় সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
‘সমুজ্জ্বল হোক জাতীয় পতাকা ‘ শিরোনামে একুশে পাঠচক্রের ৩২তম আসরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রবন্ধ পাঠ করেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী।
বক্তব্য উপস্থাপনা করেন, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, শিক্ষক কার্তিক সাহা,ব্যাংক কর্মকর্তা সারোয়ার আলম, শিক্ষার্থী তাসনিম মাশুক, পৌসি সাহা। সঞ্চালনা করেন অমিত চক্রবর্তী।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক অরুপ দেবনাথ, শান্তি সাহা,নালিতাবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাদ্দাম হোসেন, শিক্ষক মাহমুদুল আহসান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাদ্দাম হোসেন, সাংবাদিক শাহাদাত তালুকদার প্রমুখ।
দ্বিতীয় পর্বে কবিতার আসরে কবিতা পাঠ করেন মিথিল সাহা,রাজদ্বীপ,তীর্থ পাল,আবৃত্তি করেন অরুপ দেবনাথ, গান পরিবেশন করেন বৃন্দা সাহা,আওয়াল হোসেন টুটুল, মনি গাঙ্গুলি প্রমুখ।