শেরপুরে সুগন্ধি আতব চাল (তুলসীমালা) বিদেশে রপ্তানির ব্যবস্থা করার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।মঙ্গলবার বিকেলে পৌর টাউন হল মিলনায়তনে শেরপুর জেলা আতব চাল ক্রাশিং ব্যবসায়ী সমিতি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক সংগঠনের সভাপতি বিনয় কুমার সাহা।
সংবাদ সম্মেলনে শেরপুর জেলা আতব চাল ক্রাশিং ব্যবসায়ী সমিতির সভাপতি বিনয় কুমার সাহা বলেন, শেরপুর জেলা সুগন্ধি চালের জন্য বিখ্যাত। ইতিমধ্যে শেরপুরের এই সুগন্ধি চাল (তুলসীমালা) ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে সরকারের স্বীকৃতি পেয়েছে। অথচ এই সুগন্ধি আতব চাল ব্যবসায়ীরা তাঁদের উৎপাদিত চাল ন্যায্যমূল্যে বিক্রি করতে পারছেন না। একদিকে ক্রেতার অভাব, অন্যদিকে প্রচুর লোকসান। ক্রেতার অভাবে গত মওসুমের তুলসীমালা চাল প্রতি মণ ৪ হাজার ৮০০ টাকার স্থলে ৩ হাজার ২০০ টাকায় এবং চিনিগুড়া চাল ৪ হাজার টাকার স্থলে ২ হাজার ২০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। তারপরও বাজারে সুগন্ধি আতব চালের চাহিদা নেই। গত মওসুমের পুরোনো আতব চাল বিক্রি না হওয়ায় চাল ব্যবসায়ীরা নতুন ধান কেনার আগ্রহ হারিয়ে ফেলছেন। ফলে একদিকে ব্যবসায়ীদের প্রচুর লোকসান গুনতে হচ্ছে, অন্যদিকে কৃষকেরা ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। সুগন্ধি ধানের বাজার বর্তমানে সিদ্ধ ধানের বাজার মূল্যের চেয়ে নিচে নেমে গেছে।
সংবাদ সম্মেলনে জেলা আতব চাল ক্রাশিং ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, দেশে প্রতি বছর ১৮ লাখ থেকে ২০ লাখ টন সুগন্ধি চাল উৎপাদন হয়। যা দেশের চাহিদার তুলনায় কয়েক লাখ টন বেশী। অথচ বর্তমানে দেশে সুগন্ধি চালের রপ্তানির পরিমাণ ১০ হাজার মেট্রিক টনের নিচে। খাদ্য মন্ত্রণালয়ের অনুরোধে ২০২৩ সনের ৩০ জুন থেকে বাণিজ্য মন্ত্রণালয় সুগন্ধি চাল রপ্তানি বন্ধ রাখে। কিন্তু চালের বাজারে স্থিতিশীলতা আসার পরও দ্রুত পদক্ষেপ নিয়ে এই চাল রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। এ বেহাল অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে সুগন্ধি চাল সীমিত পরিসরে হলেও বিদেশে রপ্তানি করা। সুগন্ধি চাল রপ্তানির ফলে একদিকে যেমন সরকারের প্রচুর বৈদেশিক মুদ্রা অরজিত হবে, তেমনি ব্যবসায়ী ও কৃষক সমাজ উপকৃত হবে। তাই এই সংকট কাটিয়ে ওঠার জন্য অতিদ্রুত সীমিত পরিসরে হলেও সুগন্ধি আতব চাল বিদেশে রপ্তানি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে শেরপুর জেলা আতব চাল ক্রাশিং ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা ও পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, সহসভাপতি আব্দুল হান্নান, সদস্য দুলাল মিয়া, সুরেশ চন্দ্র দাস, এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।








