সারাদেশের ন্যায় শেরপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদ হক মনি’র পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যে মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে একুশে ফেব্রুয়ারির জেলা শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা জাপা’র নেতৃবৃন্দ। এ সময় সকল ভাষা শহীদের শ্রদ্ধাভরে স্বরন করে তাদের বিদেহী আত্মার মাগরিরাত কামনা করা হয়।
পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংঘঠনিক সম্পাদক এস এম আশরাফ, সহসভাপতি হারুন জিলানী সরকার, জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি, জাপা নেতা হায়দর আলী, জেলা সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মুন্না, ছাত্রনেতা শাহিন রহমান ,নজরুল মিয়া,জুয়েল মিয়াসহ আরও অনেকে।








