স্টাফ রিপোর্টার : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু ১৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১টায় শেরপুর জেলার সদর উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাগণের সাথে এক মতবিনিময় সভা করেছেন।

শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমতের সভাপতিত্বে ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমানের সঞ্চালনায় সদর উপজেলা সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সদর উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাগণের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু পরিচয় ও সৌজন্য সাক্ষাৎ-এর পর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সংসদ সদস্য ছানু উপজেলা পরিষদ কার্যালয়ে পৌছালে তাকে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ সকলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
পরে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খবির উদ্দিন খান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আকরাম হোসেন, উপজেলা কৃষি অফিসার মুসলিম খানম মিলু, সদর উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, কামারের চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সামছুন্নাহার কামাল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলাসহ সদর উপজেলা পর্যায়ে সকল সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।








