
অদ্য ০৮/০৪/২০২৩ খ্রিঃ রোজ শনিবার সকাল ৯-০০ ঘটিকায় সমিতির প্রশিক্ষন কক্ষে প্রকৌশলী মোঃ আলী হোসেন এর সভাপতিত্বে সমিতি সদর দপ্তরের নিয়মিত মাসিক স্টাফ সভা অুনষ্ঠিত হয়। উক্ত সভায় সকল ডিজিএম, সকল এজিএম, সকল সুপারভাইজার, ইনচার্জগন এবং সদর অফিসের কর্মচারীগন উপস্থিত ছিলেন।
উক্ত সভায় জেনারেল ম্যানেজার নিম্নোক্ত বিষয়সমুহ বিস্তারিতভাবে আলোচনা করেন এবং বাস্তবায়নের জন্য সকলকে নির্দেশ প্রদান করেন।
দাপ্তরিক শৃংখলা মেনে কাজ করা,
জুরুরি সার্ভিস বিধায় রমযান মাসে ছুটি যৌক্তিক ভাবে দেয়া ও নেয়া। মেডিকেল কারণ ছাড়া ছুটি না দেওয়া,
এপিএ এর সকল লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করা,
সিস্টেম লস হ্রাস করার নিমিত্তে কারিগরি ২৪ পয়েন্ট এবং স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা,
এপ্রিল/২৩ এর মধ্যে বকেয়া মাস লক্ষমাত্রায় আনা,
এপ্রিল/২০২৩এর মধ্যে যথাযথভাবে ২য় সাইকেল ROW(Right Of Way) কাজ শেষ করা,
মিটার চেকিং বাড়ানো,
Night Operation জোরদার করা , অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা, ERC এর লক্ষ্যমাত্রা অর্জন করা, GIS এর লক্ষ্যমাত্রা এপ্রিল/২৩ এর মধ্যে অর্জন করা,বিচ্ছিন্ন গ্রাহকের বকেয়া আদায় নিশ্চিত করা, ৯০ দিনের উর্ধ্বে বকেয়া শুন্য করা এবং ৬০ দিনের বকেয়া আদায় নিশ্চিত করা,গ্রাহকগণের সাথে সবসময় ভাল আচরণ করা, উত্তম গ্রাহক সেবা নিশ্চিত করা, দ্রুততম সময়ে সেচ সংযোগ প্রদান ও প্রয়োজনীয় মালামাল সংগ্রহ করা, ফেসবুক ও সোশাল মিডিয়া ব্যবহারে সাবধান হওয়া, বিদ্যুৎ সাশ্রয় করা, ব্যয় হ্রাস করা,সর্বাগ্রে নিরাপত্তা, কাজেই নিরাপত্তা নিশ্চিত করে কাজ করা,
নিরাপত্তা সংক্রান্ত সেমিনার করা,
সকালে লাইনম্যানদের নিয়ে পিটি ও ড্রিল করা,
কেপিআই সংক্রান্ত নিরাপত্তা নিশ্চিত করা।
তার ও ট্রান্সফরমার চুরি রোধে উঠান বৈঠক করা।
প্রতিটি কাজের রেকর্ড সংরক্ষণ করা,
দুর্নীতি প্রতিরোধে ব্যবস্থা গ্রহন, DIE কে না বলা,
শুদ্ধাচার প্রতিষ্ঠা করা,
সঠিক মোবাইল নম্বর এ বিদ্যুৎ বিলের মেসেজ প্রদান করা। করোনা প্রতিরোধে সচেতন থাকা,
ডেংগু, চিকনগুনিয়া প্রতিরোধে সচেতন থাকা ও মশা নিধন করা,
অফিসের পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা।
সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা,
পরিশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের দোয়া চেয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।