শেরপুর-১ আসনে জমে উঠছে নির্বাচনী আমেজ- ভোটের মাঠে প্রার্থীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি আসনে প্রতীক বরাদ্দ পাওয়ার পর ভোটের মাঠে ঝাঁপিয়ে পড়েছেন প্রার্থীরা। তারা স্ব-স্ব এলাকায় পথসভা ও গণসংযোগে অংশ নিচ্ছেন। এর মধ্য দিয়ে একদিকে ভোটাররা যেমন ভোট উৎসবে অংশ নিতে আগ্রহী হয়ে উঠছেন, অন্যদিকে তেমনি এলাকায় ক্রমেই ছড়িয়ে পড়ছে নির্বাচনের আমেজ।

শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের প্রার্থীরা ভোটের মাঠে প্রচার প্রচারনা চালাচ্ছেন। এছাড়াও এ আসনে প্রতিদ্বন্দ্বী আরো ৪ জন প্রার্থী রয়েছে।

শেরপুর-১ (সদর) আসনটি সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি প্রথম শ্রেণির পৌরসভা নিয়ে গঠিত। জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, এ আসনে মোট ভোটার ৪ লাখ ২৬ হাজার ৯৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৮৬৩ জন, নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ৬৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯ জন।

সদর-১ আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৭ জন। তারা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক মনি (লাঙল), কৃষক-শ্রমিক-জনতা লীগ মনোনীত প্রার্থী বারেক বৈদেশী (গামছা), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ (নোঙর), বাংলাদেশ সুপ্রীম পার্টি-বিএসপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ (একতারা), তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মো. ফারুক হোসেন (সোনালী আঁশ) ও স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু (ট্রাক)।

আওয়ামী লীগ প্রার্থী হুইপ আতিউর রহমান আতিক টানা ৫ বারের সংসদ সদস্য এবং দুদফায় প্রতিমন্ত্রীর মর্যাদায় হুইপ থাকায় নির্বাচনী এলাকায় শতভাগ বিদ্যুৎ, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট এবং প্রায় অর্ধশতাধিক স্কুল-কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠার পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ এলাকায় নজরকাড়া উন্নয়ন সাধন করেছেন। কৃষক পরিবার থেকে উঠে আসা হুইপ আতিক সাধারণ জীবন-যাপনের পাশাপাশি দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে নিবিড় সম্পর্ক বজায় রেখে উঠাবসা করায় তিনি একদিকে যেমন এলাকায় মাটি ও মানুষের নেতা হিসেবে খ্যাতি পেয়েছেন, তেমনি ভোটের রাজনীতিতেও হয়ে উঠেছেন হিরো।

পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও রেলপথ প্রতিষ্ঠার মাধ্যমে উন্নয়নের ষোলকলা পূর্ণ করার দৃঢ় প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে ছুটে বেড়াচ্ছেন তিনি। গণসংযোগের পাশাপাশি নানা নির্বাচনী কর্মকাণ্ডে যোগ দিচ্ছেন। তার পক্ষে দলের জেলা, উপজেলা, শহর, ইউনিয়ন ও তৃণমূলের নেতা-কর্মীরা মাঠে নেমেছেন।

এ আসনে লাঙ্গলের প্রার্থী মাহমুদুল হক মনি একজন তরুণ শিল্পপতি ও চরাঞ্চলের অধিবাসী হলেও রাজনীতিতে নবীন। প্রায় এক বছর আগে দলে যোগ দিয়ে হয়েছেন জেলা জাপার সাধারণ সম্পাদক। এ আসনটি পরপর ৩ দফায় লাঙলের দখলে থাকায় এলাকায় বিশেষ করে চরাঞ্চলে জাপার এখনও একটা অবস্থান রয়েছে। এক্ষেত্রে শেষ মুহূর্ত পর্যন্ত জোরালোভাবে জাপা প্রার্থী মাঠে রয়ে গেলে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর ভোট বিভক্তির সুযোগে তিনিও মূল লড়াইয়ে অবতীর্ণ হতে পারেন।

অপরদিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নবঞ্চিত হয়েও এবার স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী হিসেবে নৌকার মুখোমুখি হয়েছেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু। তার সাথে মাঠে নেমেছেন দলের নেতা-কর্মীদের একাংশ। ভোটের রাজনীতিতে এ আসনটি নৌকার ঘাটি হিসেবে পরিচিত পূর্বাঞ্চল ও নৌকাবিরোধী হিসেবে পরিচিত পশ্চিমাঞ্চলে বিভক্ত। পূর্বাঞ্চলের প্রার্থী আতিউর রহমান আতিক (নৌকা) আর পশ্চিমাঞ্চলের ছানুয়ার হোসেন ছানু (ট্রাক) ও লাঙ্গলের প্রার্থী মাহমুদুল হক মনি। এছাড়াও একই এলাকায় রয়েছেন বিএনএম প্রার্থী এ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ।

শেরপুর সদর আসনে নৌকা, লাঙল ও ট্রাক প্রতীকের সাথে ভোটের মাঠে খুব একটা প্রভাব ফেলতে পারছে না নোঙর, গামছা, সোনালী আঁশ ও একতারা- এমনটাই দেখা যাচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

    শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

    শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত

    শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত

    শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

    শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

    শেরপুরের শ্রীবরদী সীমান্তে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

    শেরপুরের শ্রীবরদী সীমান্তে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

    শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান