
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩.৩০ ঘটিকায় শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে এই আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত থেকে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্তে বক্তব্য রাখেন শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
এছাড়াও সভায় শেরপুর জেলার পাঁচ উপজেলা নির্বাহী অফিসার, পাঁচ থানার অফিসার ইনচার্জ ও ডিআইও-১ উপস্থিত ছিলেন।