
মোঃ আসিফ শ্রীবরদী প্রতিনিধি: এই যেন এক সিনেমার দৃশ্য কেউ হারমানাই শেরপুরের শ্রীবরদী তে (২ )মটরসাইকেল মুখমুখি সংঘর্ষে আল আমিন (৪৫) নামে নিহত হয়েছে। আহত হয়েছেন আরো দুই জন। সোমবার ( ৬) নভেম্বর দুপুরের দিকে ভায়াডাংগা শ্রীবরদী সড়কে বকচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন হলেন ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়ন এর গুরুচরন দুধনয় গ্রামের অবসরপ্রাপ্ত বাংলাদেশ পুলিশ সদস্য মোঃ লাল মিয়া ছেলে। আর আহতরা হলেন শ্রীবরদী উপজেলার চককাউরিয়া গ্রামের মালেক মিয়া ছেলে আব্দুল্লাহ (৩০) ও কুড়িপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মামুন ( ২৮) নামে আহত হয়েছে।আহত দুই জন কে আশংকা জনক অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সোমবার দুপুর আনুমানিক দেড়টার দিকে আল আমিন বাড়ি যাওয়ার সময় ভায়াডাংগা সড়কের বকচর এলাকায় একটি গ্রামের ফারি রাস্তা থেকে মূল সড়কের উঠে আসার সময় মুখোমুখি দুই মটরসাইকেল সংঘর্ষে হয়। এতে গুরুতর আহত হন আল আমিন এবং অপর মটরসাইকেল আরোহী আবদুল্লাহ ও মামুন। আশেপাশে লোক জন দেখতে পেয়ে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিন কে মৃত্যু বলে ঘোষনা করেন এবং অপর দুই জন কে আশংকা জনক অবস্থায় শেরপুর সদর হাসপাতালে রেফার করেন।
নিহত আল আমিন এর বাবা বাংলাদেশ পুলিশ এর অবসরপ্রাপ্ত সদস্য লাল মিয়া জানান, আল আমিন গরু খাবার কেনার জন্য সকাল আনুমানিক সকাল ৯ টার দিকে শ্রীবরদী তে মটরসাইকেল দিয়ে যায়। পরে বাড়ি আসার সময় বকচর এলাকায় দুর্ঘটনায় মারা যায় কথা খবর পাই। এই ব্যাপারে শ্রীবরদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা,অমিয় জ্যোতি সাইফুল্লাহ বলেন , মাথায় পছন্ড আঘাত পাওয়ার কারণে ঘটনা স্থলে একজন মারা গেছেন। আর বাকি দুই জন অবস্থা আশঙ্কাজনক বলে শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম সিদ্দিকী বলেন ,ওই ঘটনার পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।