
শেরপুরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা বাজার বাইপাস মোড়ে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান। ভাতশালা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি মো. শাহজাহান আলী।
সভায় প্রধান অতিথি হুইপ আতিউর রহমান বর্তমান আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন ও অগ্রযাত্রার চিত্র তুলে ধরে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে এই দেশের যা কিছু অর্জন বা উন্নয়ন হয়েছে তাঁর সবটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।শেখ হাসিনার সরকারের অবদানেই দেশে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে।বছরের প্রথম দিন শিক্ষারথীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণ করা হচ্ছে।সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৫ কোটি মানুষকে বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ও প্রতিবন্ধী ভাতা প্রদান করা হচ্ছে।দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনে পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, করণফুলী নদীতে টানেল নিরমাণ করা হয়েছে।শুধু তাই নয়-কৃষিপ্রযুক্তির উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূরণ হয়েছে।দীরঘ ১৫ বছর ধরে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসীন রয়েছে বলেই এসব উন্নয়ন সম্ভব হয়েছে। তাই দেশের উন্নয়নের এই গতি ও ধারাকে অব্যাহত রাখতে আসন্ন সংসদ নিরবাচনে নৌকা মারকায় ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে নিরবাচিত করার জন্য জনগণের কাছে আবেদন জানান তিনি।
সভায় আরো বক্তব্য দেন ভাতশালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুন নাহার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর রেজ্জাক।
সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আওলাদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হাসান, জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, আসাদুজ্জামান রওশন, শামীম হোসেন, আনিসুর রহমান, আবুল কাশেম প্রমুখসহ আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।