
শেরপুর জেলা কৃষক লীগের উদ্যোগে উন্নয়ন সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন ও অগ্রযাত্রার চিত্র তুলে ধরার জন্য রোববার বিকলে শহরের খরমপুর এলাকায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগের সভাপতি মো. আব্দুল কাদির।
সমাবেশে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর রুমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা আ স ম নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক, আ. লীগ নেতা এ কে এম মোসাদ্দেক ফেরদৌসী, জেলা যুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম প্রমুখ।
পৌর এলাকার ৯টি ওয়ার্ড ও সদর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আ. লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী সরকারের নানা উন্নয়নমূলক কাজের ছবি ও ব্যানার ফেস্টুনসহ সমাবেশে যোগদান করেন।