
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ১ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের কর্তৃক ঘোষিত জাতীয় পার্টি মনোনীত শেরপুর ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী- জেলা জাপা’র সভাপতি আলহাজ্ব মো: ইলিয়াস উদ্দিনের পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর মঙ্গলবার বিকাল ৩ টায় শহরের খরমপুরস্থ জেলা জাতীয় পার্টির অফিসের সম্মূখে সদর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে পথ সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলহাজ্ব মো: মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী- জেলা জাপা’র সভাপতি আলহাজ্ব মো: ইলিয়াস উদ্দিন।
জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম হেলাল এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শাহ্ মো: হারুন জিলানী সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহনেওয়াজ শাহীন, সাংগঠনিক সম্পাদক মো: উসমান গনি, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক নালিতাবাড়ী উপজেলা জাপার সাধারণ সম্পাদক ছোর মামুদ, জেলা শ্রমিক পার্টির সভাপতি গোলাম মোস্তফা মন্ডল প্রমুখ।
এছাড়াও জাতীয় পার্টির জেলা, সদর, পৌর ও ১৪টি ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।