
শেরপুরে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ ও সদর উপজেলার সকল পূজামণ্ডপের প্রতিনিধিদের সাথে সদর থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সদর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সারকেল) মো. সাইদুর রহমান। এতে সভাপতিত্ব করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বছির আহম্মেদ বাদল।
সভায় বক্তব্য দেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা, সহ-সভাপতি চন্দন কুমার সাহা, শক্তিপদ পাল, পূজারী শরণ রায়, রাজকুমার শুক্লা প্রমুখ।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এ জন্য প্রতিটি পূজামণ্ডপে প্রয়োজনীয় সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। তবে পূজামণ্ডপ কতৃপক্ষের পক্ষ থেকে পর্যাপ্ত স্বেচ্ছাসেবী রাখা, সিসি ক্যামেরা স্থাপন ও সম্প্রীতি কমিটি গঠন করতে হবে।
সভায় সদর উপজেলার ৭২টি পূজামণ্ডপের প্রতিনিধিসহ স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।