
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর -১ আসনের জাপা’র লাঙ্গল প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি’র শেরপুর পৌর এলাকার জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২ টায় সদর উপজেলার তালুকপাড়ায় মনির নিজ বাড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন লিচুর সভাপতিত্বে ও জেলা জাপা’র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মোরাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাপা’র সাধারণ সম্পাদক শেরপুর ১ আসনের লাঙ্গল প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মাহমুদুল হক মনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীবরদী জাপা’র আহ্বায়ক প্রকৌশলী সিরাজুল ইসলাম, জেলা জাপা’র সাংগঠনিক সম্পাদক এস এম আশরাফ আলী, জাপা নেতা এম এ রশিদ বিএসসি।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, পৌর শহর জাপা’র নেতা হাসেম আলী, জুয়েল মিয়া, হায়দর আলী, হাবিবুর রহমান, বুলবুল আহম্মেদ, শাহিন প্রমূখ।