
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত এইচ এম এরশাদের কবর জিয়ারত করেছেন শেরপুরের জাতীয় পার্টির নেতৃবৃন্দ। শেরপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও শেরপুর-১ (সদর) আসনে সংসদ সদস্য পদের মনোনয়ন প্রত্যাশী দলের উদীয়মান তরুণ নেতা মো. মাহমুদুল হক মনির নেতৃত্বে প্রায় অর্ধশত নেতাকরমী মঙ্গলবার রংপুর মহানগরের পল্লীনিবাসে অবস্থিত প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের কবর জিয়ারত করেন।
কবর জিয়ারতকালে তাঁরা প্রয়াত এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এস এম আশরাফসহ অন্য নেতাকরমীরা উপস্থিত ছিলেন।