
‘ভরসার নতুন জানালা’ এগ্রো-সিএসআর প্রকল্প-২০২৩ নিয়ে ঝিনাইগাতীর ৬০ জন কৃষি, ডেইরি ও মৎস্য উদ্যোক্তার পাশে দাঁড়িয়েছে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবিএল) শেরপুর শাখা। এ প্রকল্পের আওতায় কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের ৬০ জন উদ্যোক্তার কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ঝিনাইগাতী উপজেলা মিলনায়তনে।
এ প্রশিক্ষণ উপলক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) শেরপুর শাখার ব্যবস্থাপক পার্থ সারথী ঘোষের সভাপতিত্বে আজ মঙ্গলবার অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আল মাসুদ। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার লাকী।
প্রকল্পে উদ্যোক্তাদের জন্য ইউসিবির পক্ষ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে। এর মধ্যে গবাদি পশুর জন্য ১৫ দিন অন্তর ফ্রি চিকিৎসা ক্যাম্প, খামারি বা চাষিদের ঘরে গবাদি পশুর টিকা কর্মসূচি, কৃষি- মৎস্য-প্রাণিসম্পদ উদ্যোক্তাদের জন্য টেকনিক্যাল স্কিল ট্রেনিং, ফসলি চাষের জন্য পরীক্ষামূলক উন্নত জাতের বীজ (ধান/ সরিষা) প্রদান, প্রতিজন উদ্যোক্তার জন্য ২০ কেজি করে জৈব সার প্রদান। এছাড়া এই ৬০ জন কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ উদ্যোক্তাদের যন্ত্রপাতি সরবরাহের জন্য প্রত্যেককে ১৫ হাজার টাকা করে সর্বমোট ৯ লাখ টাকা প্রদান করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এ বছর কৃষিখাতে সহায়তা প্রদানমূলক প্রকল্প “ভরসার নতুন জনালা” বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পের লক্ষ্য দেশের খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টিমান নিশ্চিতকরণ এবং জলবায়ু সহিষ্ণু টেকসই কৃষির প্রসার ঘটানো। পাশাপাশি বৃক্ষ রোপণ করা। উল্লেখিত প্রকল্পের অধীনে সারাদেশে ৫০ টি নির্বাচিত উপজেলাকে “মডেল এলাকা” হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।