
শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহিদদের স্মরণে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), শেরপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা করা হয়েছে। সোমবার দুপুরে জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য।
স্বাচিপ, শেরপুর জেলা শাখার সভাপতি ডা. এ টি এম মামুন জোসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. জসিম উদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ). শেরপুর জেলা শাখার সভাপতি ডা. এম এ বারেক তোতা ও বিএমএ’র কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য ডা. শারমীন রহমান অমি। সভা সঞ্চালনা করেন স্বাচিপ ও বিএমএ, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ নাদিম হাসান।
আলোচনা সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় শেরপুর জেলায় কর্মরত বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ জেলা সদর হাসপাতালের চিকিৎসক এবং স্বাচিপ ও বিএমএ’র সদস্যরা উপস্থিত ছিলেন।