
শেরপুরে নবাগত জেলা পুলিশ সুপার (এসপি) মোনালিসা বেগম জেলার আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শনিবার দুপুরে জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন এসপি মোনালিসা বেগম। জেলা পুলিশ সভার আয়োজন করে।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ, মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামাল প্রমুখ।
সভায় এসপি মোনালিসা বেগম বলেন, একটি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা রয়েছে। এসব বিষয়ে উপস্থিত জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সারবিক সহযোগিতা কামনা করেন।একইসঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন তিনি।
সভায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ জেলার পাঁচ উপজেলা পরিষদের চেয়ারম্যান, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।