
শেরপুর সদর উপজেলায় সেচযন্ত্রের মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. আব্দুল্লাহ আল মামুন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার দুপুরে উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী গ্রামে এ ঘটনা ঘটে। মামুন জঙ্গলদী গ্রামের ছোবহান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুন পড়ালেখা শেষ করে সদর উপজেলার জঙ্গলদী গ্রামে বাবার কৃষি জমিজমার দেখাশোনা করতেন। শনিবার দুপুরে মামুন বাড়ির পাশের ধানখেতে পানি দেওয়ার জন্য সেচযন্ত্রের ঘরে যান।এ সময় বিদ্যুৎচালিত সেচযন্ত্রের মোটরটি চালু করার জন্য স্যুইচে চাপ দিতেই আকস্মিকভাবে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ আল মামুনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। শনিবার সন্ধ্যায় প্রথম আরোকে তিনি বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলার প্রক্রিয়া চলছে।ময়নাতদন্ত ছাড়াই মামুনের লাশ দাফন করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।
অপরদিকে বলাইয়েরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল আলম জানান, বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ আল মামুনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।